We offer thousands of jobs vacancies right now


Browse job offers by Category or Location




Owner

চট্টগ্রামে ইউনিয়ন সুপারভাইজার পদে নিয়োগ বিজ্ঞপ্তি।

General

Bangladesh - Baizid, Bangladesh | Full Time | Confidential


Baizid, Bangladesh গ্রাম বাংলা স্বাস্থ্য সেবা ফাউন্ডেশন। Full time
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত যাহার রেজিঃনং-সি-৬৫৮৪৯৭, স্মারক নং-গ্রা/বা/স্বা/সে/ফা/৫৭৭ জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের অনুদানপ্রাপ্ত ও দাতা সংস্থার অর্থায়ানে ১৮ বছর মেয়াদী প্রকল্প, যার নথি নং-জা/প্র/উ/ফাঃ-২৪ । আর্থ সামাজিক উন্নয়নের লক্ষ্যে বিদেশি দাতা সংস্থার অর্থায়ানে পরিচালিত গ্রাম বাংলা স্বাস্থ্য সেবা ফাউন্ডেশনের মাধ্যমে দেশব্যাপী প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে নারী উন্নয়ন, পুষ্টি স্বাস্থ্যসেবা, আর্সেনিক, গণশিক্ষা, এবং বিনামূল্যে ওষুধ বিতরণের স্বাস্থ্য বিষয়ক সেমিনার কার্যক্রমে পরিচালনার জন্য স্থায়ীভাবে নিজ থানা- জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায় পুরুষ

/মহিলাদের নিকট হইতে নিম্ন প্রদত্ত ঠিকানায় দরখাস্ত আহবান করা যাচ্ছে।

নিয়মাবলীঃ-

১) আগ্রহী প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার ফটোকপি, জাতীয় পরিচয় পত্রের ফটোকপি, জীবন বৃত্তান্তের সাথে ছবি ও মোবাইল নম্বর সহ দরখাস্ত পাঠাতে হবে।

২) বর্ধিত বেতন, প্রভিডেন্ট ফান্ড,কর্মী কল্যাণ সুবিধা, উৎসব বোনাস,ভ্রমণ ভাতা, স্বাস্থ্য বীমা পদোন্নতি প্রগতির নিয়ম অনুসারে প্রাপ্য হবেন।

৩) সাক্ষাৎকার প্রশিক্ষণ নিজ উপজেলার শাখা অফিসে অনুষ্ঠিত হবে এবং কর্মস্থল নিজ থানার মধ্যে রাখা হবে।

৪) নিয়োগপ্রাপ্তদের মোটরসাইকেল, বাইসাইকেল, ল্যাপটপ ও টিএ/ডিএ প্রদান করা হবে।

৫) অফিস-টাইম সকাল ১০টা থেকে বেলা ৫ টা পর্যন্ত ফুল টাইম কাজ করার সুযোগ থাকবে।

৬) প্রতিমাসের বেতন নিজস্ব স্যালারি একাউন্টে অগ্রণী ব্যাংকে ১ তারিখে দেয়া হবে।

৭) উপজাতি প্রার্থীদের আবেদন করার অগ্রাধিকার থাকবে।

৮) ছাত্র-ছাত্রীদের লেখাপড়ার সুযোগ সুবিধা দেয়া হবে।

মোট পদ সংখ্যাঃ-৫৬ জন।

পদের নামঃ-ইউনিয়ন সুপারভাইজার।

শিক্ষাগত যোগ্যতাঃ-এসএসসি/ এইচএসসি /অনার্স ,ডিগ্রী।

মাসিক বেতনঃ-১৯,৬০০-২২,৩০০/=টাকা

শিক্ষানবিশ কাল ১৫ থেকে ১ মাস। শিক্ষানবিশ কালীন ভাতা, যাতায়াত টিএ/ডিএ দেওয়া হবে।

অভিজ্ঞতার প্রয়োজন নাই।

দায়িত্ব ও কর্তব্যঃ-ডিউটি সকাল ১০:০০ থেকে বিকেল ৫:০০ টা পর্যন্ত। অফিসিয়াল কাজ করার মন মানসিকতা থাকতে হবে।প্রতিষ্ঠানের আইন লঙ্ঘনকারীকে সাথে সাথে বহিষ্কার করা হয়।

ছুটিঃ-

মাসিক ছুটি ৮ দিন।

বাৎসরিক প্রতি ৯৬ দিন এবং বাৎসরিক উৎসবে ছুটি প্রযোজ্য।তাছাড়া ইমারজেন্সি কাজে জরুরি অবস্থায় অথবা বিভিন্ন পরীক্ষার জন্য ছুটি দেয়া হবে।

বরাবর পরিচালক,

গ্রাম বাংলা স্বাস্থ্য সেবা ফাউন্ডেশন।

প্রধান কার্যালয়, অফিসঃ২৬৮,২য় তলা,রোড নং-১১/৭, মহাখালী,ঢাকা-১২১২।

Create Your Profressional CV Now









Get ahead of the competition

Make your job applications stand-out from other candidates.

Get started