We offer thousands of jobs vacancies right now


Browse job offers by Category or Location




Owner

ভেটেরিনারি চিকিৎসক

General

Bangladesh - Mohakhali, Bangladesh | Full Time | Confidential


Mohakhali, Bangladesh Owner Full time

অভয়ারণ্য-বাংলাদেশ এনিমেল ওয়েলফেয়ার ফাউন্ডেশন

ভেটেরিনারি চিকিৎসক: ২ জন

অভিজ্ঞতা: প্রয়োজন নেই

বয়সসীমা: নেই

আবেদনের যোগ্যতা:

প্রার্থীকে অবশ্যই বাংলাদেশ সরকারের যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ভেটেরিনারি সায়েন্স এন্ড এনিমেল হাজবেন্ডারি/ এনিমেল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন এ স্নাতক এবং বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিলের রেজিস্টার্ড ভেটেরিনারি চিকিৎসক হতে হবে।

অভয়ারণ্য প্রসঙ্গে:

অভয়ারণ্য বাংলাদেশের প্রথম প্রাণীকল্যান বিষয়ক বেসরকারি প্রতিষ্ঠান। ২০০৯ সালে প্রতিষ্ঠিত এই সংস্থাটি তার সূচনা লগ্ন থেকেই মানবিক এবং বৈজ্ঞাণিক পদ্ধতি অবলম্বন করে পথ কুকুরের জনসংখ্যা নিয়ন্ত্রণ এবং ব্যবস্থাপনার কাজ করে আসছে। এর বাইরেও অভয়ারণ্য প্রাণী অধিকার রক্ষা ও প্রাণীকল্যানে বাংলাদেশ সরকারের বিভিন্ন নীতিমালা প্রণয়ন এবং উদ্যোগের সাথে জড়িত থেকে সহায়ক ভূমিকা পালন করে। অভয়ারণ্য বাংলাদেশ সরকারের র‌্যাবিস প্রিভেনশন স্টিয়ারিং কমিটির সদস্য এবং জাতীয় জলাতঙ্ক প্রতিরোধ কৌশল ও কর্মসূচীর গুরুত্বপূর্ণ অংশীজন। 

চাকরির দায়িত্বসমূহ:

১. মানবিক এবং বৈজ্ঞানিক উপায়ে পথকুকুরের সংখ্যা নিয়ন্ত্রণ এবং ব্যবস্থাপনার আন্তর্জাতিক নেটওয়ার্ক ICAM এর গাইডলাইন এবং তার সর্বশেষ সংযোজন সম্পর্কে নিয়মিত অবগত থাকা। এর পাশাপাশি পথকুকুরের সংখ্যা নিয়ন্ত্রণ এবং ব্যবস্থাপনা সংক্রান্ত অন্যান্য প্রবন্ধ, নিবন্ধ, গবেষণাপত্র পড়ার মাধ্যমে বৈশ্বিক মান সম্পর্কে ধারণা রাখা। 
২. সংস্থার স্ট্যান্ডার্ড অপারেটিং প্রটোকল (এসওপি) নিয়মিত হালনাগাদ করতে নির্বাহী পরিচালককে সহযোগিতা করা।
৩. অ্যাসেপটিক প্রোটোকল অনুসরণের মাধ্যমে নিরাপদ পরিবেশ নিশ্চিত করে নিয়মিত বন্ধ্যাকরণ অস্ত্রোপচার করা। (প্রশিক্ষণ দেওয়া হবে)
৪. নিয়মিত বিরতিতে কমিউনিটি ভিজিটের মাধ্যমে সিএনভিআর (ক্যাচ-নিউটার-ভ্যাক্সিনেট-রিটার্ন) প্রোগ্রামের কার্যক্রম সরেজমিন পরিদর্শন করা। 
৫. অসুস্থ ও আহত প্রাণীদের চিকিৎসা করা এবং টিকাদান।
৬. প্রয়োজনে প্রাণীদের প্রতি মানবিক আচরণ উদ্বুদ্ধকরণের সামাজিক শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করা।
৭. নির্বাহী পরিচালকের আদেশে নির্ধারিত অন্যান্য প্রাসঙ্গিক দায়িত্ব।

যারা আবেদন করবেন না:

নিচের বিষয়গুলোতে কোনো সম্ভাব্য প্রার্থীর আপত্তি থাকলে আবেদন করার দরকার নেই-
১. পথ প্রাণীদের প্রতি সার্বক্ষণিক সংবেদনশীল থাকতে হবে।
২. অন্তত তিন বছর অভয়ারণ্যের সাথে কাজ করার লিখিত প্রতিশ্রুতি দিতে হবে।
৩. অভয়ারণ্যে কর্মরত থাকা অবস্থায় কোনো ধরনের প্রাইভেট প্র্যাকটিস করা যাবে না।
৪. কোনো অবস্থাতেই অন্য কোনো প্রতিষ্ঠানের সাথে পরামর্শক বা উপদেষ্টা হিসেবে কাজ করা যাবে না।

বেতন এবং সুবিধাদি: 

১. মাসিক বেতন ৫০,০০০.০০ (পঞ্চাশ হাজার) টাকা।
২. মাসিক বেতনের অর্ধেক উৎসব বোনাস এবং পারফরমেন্সের উপর ভিত্তি করে বছরের শেষে আরেকটি বোনাস। 
৩.  স্বাস্থ্য বীমা এবং ইউনিভার্সাল পেনশন স্কিমের আওতায় অবসর ভাতা (চাকরির বয়স এক বছর পূর্ণ হবার পর)
৪. দেশের বাইরে পাঠিয়ে ট্রেনিং (চাকরির শুরুতে ২ মাস, এবং পরবর্তীতে রিফ্রেশার কোর্স) করানো হবে।
৫. এছাড়াও বিশেষ বিবেচনায় অফিসের খরচে বিভিন্ন কনফারেন্স এবং সেমিনারে অংশ নেবার সুযোগ থাকবে। 

আবেদন করতে:

উপরে উল্লিখিত শর্তপূরণ সাপেক্ষে যোগ্য এবং আগ্রহী প্রার্থীদেরকে আগামী ৩০ জুলাই এর ভেতর এই ইমেইলে obhoyaronnobangladesh@gmail.com এ এক কপি পাসপোর্ট সাইজ ছবি সহ সাম্প্রতিক জীবন বৃত্তান্ত এবং বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিলের রেজিষ্ট্রেশনের প্রমানাদি স্ক্যান কপি  পিডিএফ আকারে পাঠানোর অনুরোধ করা হচ্ছে।



Create Your Profressional CV Now









Get ahead of the competition

Make your job applications stand-out from other candidates.

Get started