Uttara Export Processing Zone, Rangpur Division, Bangladesh owner Full time
কাজের বিবরণী
১. Photo Studio তে ছবি তোলা ও ছবি তৈরি করা সম্পর্কে পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে।
৩. পাসপোর্ট আবেদন, ইন্ডিয়ান টুরিস্ট ভিসা ও মেডিকেল ভিসার আবেদন, ভারতীয় হাসপাতালের এপয়েন্টমেন্ট ও ইনভাইটেশন, পুলিশ ক্লিয়ারেন্স, অনলাইন খাজনা, ই-নামজারি,সকল কলেজ বিশ্ববিদ্যালয়ের আবেদন এবং সকল অনলাইন কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
৫. দোকানের নির্ধারিত সময়সীমা মেনে চলতে হবে।
৬। দেরীতে উপস্থিতি বা ছুটির প্রয়োজন হলে অবশ্যই আগে থেকে জানাতে হবে তবে রেগুলার দেরী ও ছুটি নেওয়া যাবে না।
কাজের সময়ঃ
## সকাল ০৯.০০ ঘটিকা থেকে রাত ১০.০০ ঘটিকা পর্যন্ত কাজ করতে হবে।
## কম্পিউটার দোকানের কাজ করার কমপক্ষে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
## থাকা ও খাওয়া সম্পূর্ণ নিজের। দোকান থেকে শুধু বিকালের নাস্তা বাবদ ৫০ টাকা দেওয়া হবে।
## ঠিকানা: ইষ্ট-ওয়েষ্ট মেডিকেল কলেজ রোড, তুরাগ, উত্তরা-১০, ঢাকা।