Browse job offers by Category or Location
Bangladesh - Gulshan, Dhaka, Bangladesh | Full Time | Confidential
কেয়ার বাংলাদেশ নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্র
দারিদ্র্য ও প্রান্তিক মানুষের জীবন মান উন্নয়নে ইউরোপিয়ান ইউনিয়ন কর্তৃক পরিচালিত ১০ বছর মেয়াদী প্রকল্প প্রকল্প ও SEARB এবং IUHPE এর অর্থায়নে অর্থ সামাজিক উন্নয়নে শহর ও গ্রাম পর্যায়ে টিকাদান কর্মসূচি, জীবিকা উন্নয়ন প্রকল্প, আশ্রয় প্রকল্প, ফ্যামিলি প্ল্যানিং, পরিবার পরিকল্পনা, মা ও শিশু কার্যক্রম ও শিশু শিক্ষা প্রকল্প, এবং প্রতিবন্ধী পূর্ণবাসন প্রকল্প ও পুষ্টি প্রকল্প, পরিচালনা করার লক্ষ্যে পুরুষ/মহিলা নিয়োগ করা হবে।
পদের নাম : ইউনিট অফিসার
বেতন স্কেল : ১৭,৩৫০
শিক্ষাগত যোগ্যতা : এসএসসি /এইচএসসি/সমমান
নিয়মাবলী :
আগ্রহী প্রার্থীদের পদের নাম,শিক্ষাগত যোগ্যতা,জীবন জীবন বৃত্তান্তের সাথে ছবি ও মোবাইল নাম্বার সহ শুধুমাত্র নিম্নে উল্লেখিত ইমেইলে দরখাস্ত পাঠাতে হবে। বিনা খরচে আবাসন, বছরে ২টি উৎসব ভাতা, পরিচ্ছন্নতা ভাতা, উৎসাহ ভাতা, অব্যহত ছুটির ভাতা, স্বাস্থ্য বীমা সহ এককালীন ভাতা, ল্যাপটপ মোটরসাইকেল ও মোবাইল প্রদান করা হবে।অব্যহত ছুটির ভাতা প্রজাতি উপজাতি প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। ছাত্র/ছাত্রীদের কাজ করার সুযোগ দেওয়া হবে। লিখিত পরীক্ষা প্রশিক্ষণ ও কর্মস্থল নিজ এলাকার মধ্যে রাখা হবে। মোবাইলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। প্রাথমিক ভাবে নির্বাচিত প্রার্থীদের ৭দিন ব্যাপী আবাসিক/অনাবাসিক প্রশিক্ষণের ক্ষেত্রে প্রার্থীদের যাতায়াত ভাতা ও টিএডিএ প্রদান করা হবে।
নিয়োগপ্রাপ্তদের কর্ম এলাকায় আবাসিক থাকা খাওয়ার ব্যবস্থা করে দেওয়া হবে।
বরাবর পরিচালক, কেয়ার বাংলাদেশ নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্র
E-Mail : [email protected]
কর্পোরেট অফিস : বাড়ি নং -২১০, রোড নং -০২, গুলশান ,ঢাকা-১২১২
Make your job applications stand-out from other candidates.
Get started