চট্টগ্রাম বন্দর এলাকা হইতে বাংলাদেশের নদী পথের মধ্যে চলাচলকারী লাইটার জাহাজের মালামালের সার্ভে কাজ দেখা শুনার জন্য "স্কট" (প্রতিনিধি) পদে বহু সংখ্যক সৎ ও দায়িত্বশীল পুরুষ লোক নিয়োগ করা হবে।
বেতন ৩০ দিনে ১২,৬০০/- থেকে ১৩,৫০০/-টাকা পর্যায়ক্রমে, ১৫,০০০/-, ১৮,০০০/-, ২০,০০০ টাকা
-:"স্কট"দের কাজের নিয়মাবলী, দায়িত্ব ও বেতন এর বিবরণঃ- ১। "স্কট" (প্রতিনিধি) কাহাকে বলে? অফিস হইতে নির্দিষ্ট ডিউটি স্লিপ এর মাধ্যমে নির্দিষ্ট লাইটার জাহাজে উঠে মাদার ভ্যাসেল থেকে মালামাল লোড নিয়ে নির্দিষ্ট স্থানে নিজ দায়িত্বে মালামাল ও সীল কর্তৃপক্ষকে বুঝিয়ে দেওয়া ব্যক্তিটিকে "স্কট" বলে। ২। ১২,৬০০/- /১৩৫০০/- টাকা হারে প্রতিদিন পড়ে ৪২০/-, ৪৫০/- টাকা। উক্ত "স্কট" দৈনিক ৩ বেলা জাহাজে খাবে। ৩ বেলা জাহাজে খাওয়া ও জাহাজে উঠার খরচ স্কটের নিজের। অগ্রিম খরচ বাবদ যে টাকা "স্কট" নিবে তাহা তার বেতন থেকে বাদ যাবে। অফিসের বাসায় থাকা, জাহাজে করে গন্তব্যে যাওয়া, গন্তব্য স্থান হইতে চট্টগ্রামে বাইরোডে আসার জন্য নির্দিষ্ট স্থান হইতে নির্দিষ্ট গাড়ী ভাড়া কোম্পানী বহন করবে। "স্কট" জাহাজে ডিউটিতে থাকা অবস্থায় কখনও জাহাজ থেকে নামা যাবে না। ঘাটের ইনচার্জ যেখানে যাকে যখন ডিউটি দিবে তাহা অবশ্যই পালন করতে হবে। ৩। প্রতিটি "স্কট" তাহার বেতন জাহাজ বাই জাহাজ পাবে। অর্থাৎ প্রতিটি ডিউটি স্লিপ অনুযায়ী বেতন পাবে। অর্থাৎ "স্কট" এক বার এক জাহাজ নিয়ে নির্দিষ্ট স্থানে যাবে ঐখান থেকে যখন ঘাট ইনচার্জ রিলিজ দিবে তখন রিলিজ নিয়ে চট্টগ্রাম অফিসে আসিয়া অরজিনাল ডিউটি স্লিপ জমা দিয়া আবার অন্য জাহাজে উঠবে। এই ভাবে সব সময় কাজ করবে। "স্কট" গণ যতবেশী কাজ শিখবে এবং যতবেশী শিক্ষিত হবে তত দ্রুত বিভিন্ন পদে উঠিতে পারিবে। "স্কট" গণ অফিসের কাজের সব নিয়ম কানুন অফিস থেকে জেনে নিবেন। ৪। "স্কট" গণ জাহাজে থাকাকালীন অবস্থায় কোন প্রকার মালামালের কোন ক্ষতি হতে পারিবে না। ৫। অসুস্থ ব্যক্তি ও নেশা-ধূমপান করা ব্যাক্তিগণ আবেদন করার প্রয়োজন নাই। চাকুরীর জন্য অরজিনাল স্মার্ট কার্ড বা আইডি কার্ড/সার্টিফিকেট জমা দিতে হবে। যাহা ফেরতযোগ্য। ৬। যারা ৫ ওয়াক্ত নামাজ পড়ে তাহাদের কে বিশেষ অগ্রাধিকার দেওয়া হবে। ৭। অত্র অফিসে চাকুরী নিতে কোন প্রকার জামানত নেওয়া হয় না।